সৈয়দ আবদুস সাদিক ১৯৪৪ সালের ৩১ ডিসেম্বর, দরগাহবাড়ী, সেরকান্দি, কুমারখালী, কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ঃ সৈয়দ আবু বকর এবং মাতাঃ কাজী আছিয়া বেগম। তিনি ১৯৬৫ সালে সুলতানা বেগম দুলারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তিন পুত্র ও এক কন্যার জনক। বর্তমানে তিনি দুর্গাপুরে ‘তবুও বসবাস’ নিজ বাসভবনে স্থায়ীভাবে সপরিবারে বসবাস করছেন।
প্রকাশিত গ্রন্থসমূহ:
রুবাইয়াত (১৯৭৯), ঘনীভূত শব্দের বসতি (১৯৮৪), তবুও বসবাস (১৯৮৭), আনুগত্য সর্বস্বত্ব (১৯৮৯), নিরন্তর এইসব (১৯৯০), এবং স্বীকারোক্তি (১৯৯১), জলশ্যাওলার ফুল (১৯৯২), সৈয়দ আবদুস সাদিকের নির্বাচিত কবিতা (১৯৯৩), অপ্রত্যাশিত সন্ধি (১৯৯৪), কালোচুলে কৃষ্ণচূড়া (১৯৯৮), কৃষ্ণপক্ষে ঘোড়দৌড় (২০০৬), না গৃহে না সমাজে (২০১২, কবিতা সমগ্রে অন্তর্ভূক্ত), খুলনার নির্বাচিত কবি ও কবিতা (১৯৯১, সম্পাদিত), সৈয়দ আবদুস সাদিকের কবিতা সমগ্র (২০১২), গ্রহণ-পূণিমার ছায়াচারী (২০১৬) ও তুমি শ্রমণ, আমি ভিক্ষু (২০১৮)।
জীবনীগ্রন্থ: দানবীর আলাউদ্দিন আহমেদ (১৯৯৬)।
পুরস্কার ও সম্মাননা :
কবি সৈয়দ আবদুস সাদিক কাব্যাঙ্গনে বহুমাত্রিক সৃষ্টিশীলতার স্বীকৃতি স্বরূপ খুলনা সাহিত্য মজলিস পদক-১৯৮৬, উপকূল সাহিত্য সম্মেলন সম্মাননা ১৩৯৫ বঙ্গাব্দ, কুষ্টিয়া থেকে সেকাল সাহিত্য-সংস্কৃতি সম্মাননা-১৯৮৫, বাংলাদেশ লেখক আইনজীবী সংসদ, ঢাকা থেকে গুণিজন সংবর্ধনা পদক-১৯৯৯, কুমারখালী সাহিত্য পরিষদ সম্মাননা-২০০০, কবি জসিম উদ্দীন পুরস্কার (ঢাকা) ১৪০৪, কবি জীবনানন্দ দাশ পুরস্কার, (ঢাকা) ২০০১, খুলনা রাইটার্স ক্লাব পদক-২০০২, ঢাকাস্থ কবি সুকান্ত সাহিত্য পরিষদ পুরস্কার-২০০২, জেলা প্রশাসন, সাতক্ষীরা থেকে জীবনানন্দ দাশ উৎসব শুভেচ্ছা :স্মারক-২০১২, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন সম্মাননা-২০১৪ এবং সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় সম্মাননা-২০১৫ সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন। তিনি জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রাক্তন অর্থ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকাস্থ কবি সুকান্ত সাহিত্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য । তিনি একাধারে কবি ও সাহিত্য সংগঠক।
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।...
রেজিস্ট্রার করে আপনার লেখা পোস্ট করুন।...
লেখক...