মোহাম্মদ হোসাইন

কবি মোহাম্মদ হোসাইন।
দীর্ঘ বিয়াল্লিশ বছর যাবৎ একনিষ্ঠভাবে তিনি কাব্যচর্চা করে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর ১৮টি কাব্যগ্রন্থ এবং একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক নানা মাধ্যমে কবি মোহাম্মদ হোসাইন নিরন্তর লিখে যাচ্ছেন। তাঁর কবিতার মূল প্রতিপাদ্য প্রেম, প্রকৃতি ও মানবতা। তিনি নির্জনতাকে ভালোবাসেন। ভালোবাসেন নৈঃশব্দ্যের এস্রাজ! একাকীত্ব, শূন্যতা, অন্ধকার, কিংবা মহৎ হাহাকার তাঁর লেখায় ফিরে ফিরে আসে। তিনি সবর্দা গভীর বোধে আচ্ছন্ন থাকেন।
পারিপার্শ্বিক দুঃখ, বেদনা, নাগরিক জটিলতাগুলো কবিকে আক্রান্ত করে। বরাবর তিনি অনুচ্চ কণ্ঠ, কিন্তু, তিনি তীব্র ও গভীর ব্যঞ্জনা তৈরি করতে ভালোবাসেন তাঁর কবিতায়, শব্দচয়নে। আপাত সরল তাঁর শব্দপুঞ্জ, অথচ, গভীর মনীষা তাঁর লেখার মনোবীক্ষণ। দারুণ আবহ সৃষ্টি করে তাঁর কবিতা, সৃষ্টি করে ঘোরলাগা চন্দ্রের কুহক! কবিতা যার একমাত্র অবলম্বন, ধ্যান এবং জ্ঞান যার শব্দের সারস, তাঁকে কাল বা যুগ কীভাবে মূল্যায়িত করবে সে ভার কালের কিংবা সময়ের। কবি ‘মোহাম্মদ হোসাইন’ স্বপ্ন দেখেন মানুষের সমতার, বৈষম্যহীন সমাজের এবং মানবমুক্তির। তাঁর জন্ম ০১, অক্টোবর ১৯৬৫ খ্রিস্টাব্দ, সুনামগঞ্জ জেলা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি সম্মান এবং ১৯৮৯ সালে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিন কন্যা সন্তানের জনক কবি মোহাম্মদ হোসাইন।

কবির অন্যান্য প্রকাশিত গ্রন্থসমূহ:-

ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫)
মেঘগুলো পাখিগুলো (২০০১)
অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩)
পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪)
ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬)
মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯)
বৃষ্টির গান মায়াবস্তবতা (২০১২)
রূপপ্রকৃতির বিনম্র চিঠি (২০১৩)
নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪)
অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫)
বিভাজিত মানুষের মুখ (২০১৫)
অনুদিত রোদের রেহেল (২০১৫)
ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭)
তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯)
হায়ারোগ্লিফিক্স (২০২০)
ছবি ও চেনাগন্ধের মেটাফর (২০২১)
ঈশ্বরের ছায়াচিত্র (২০২১)
দূরের ঝাউবন কবিতার মুসাফির (২০২২)।

মোহাম্মদ হোসাইন

Showing all 5 results

Show:
Filter
25% Off

অচেনা কালকূট – মোহাম্মদ হোসাইন

Highlights:

কবিতাই তাঁর একমাত্র সাধনা। পরম আশ্রয়। আড়াল, প্রতীক, নিহিত শূন্যতা, প্রেম, দ্রোহ তার কবিতার মূল উপজীব্য বিষয়। অন্তর্জাত বেদনাকে রঙের মিশেলে, শব্দের গাঁথুনিতে তুলে আনেন অপরিসীম দক্ষতায়। তিনি কবি মোহাম্মদ হোসাইন। জন্ম সুনামগঞ্জ জেলায় ০১ অক্টোবর ১৯৬৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর (১৯৮৯)। তিনি স্ত্রী ও তিন কন্যা নিয়ে সিলেটে বাসবাস করছেন। দীর্ঘ ৪৩ বছর যাবৎ কবিতার ধ্যান ও জ্ঞানে অতিবাহিত করছেন। তিনি একজন আপাদমস্তক কবি।

কখনো মেঘগুলো-পাখিগুলো নিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো বা বৃষ্টির গান মায়াবাস্তবতা নিয়ে দাঁড়িয়ে দেখছেন চারপাশ। প্রগতির চাকায় ভর করে, রূপ প্রকৃতির বিনম্র চিঠি বিলি করছেন কবিতার মুসাফির হয়ে। জলের গ্রাফিতি কিংবা রক্তাক্ত পেরেকের গান তাঁকে সারাক্ষণ নিমগ্ন রাখে। ছবি ও চেনাগন্ধের মেটাফর তাঁকে অন্যলোকে নিয়ে যায়। তখন তিনি তুমুল বাজিয়ে চলেন অন্ধকার। কবি মোহাম্মদ হোসাইন নির্বিবাদী, দেশপ্রেমে উদ্বেলিত একজন কবি। তিনি নিরহংকার ও আধুনিক মননের একজন উদার মানুষ। এ পর্যন্ত তাঁর ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

Ochena Kalkut By Mohammed Hossain

$ 2.12
25% Off
25% Off

দূরের ঝাউবন কবিতার মুসাফির

Highlights:

পিঠে পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছে রোদ
আমি নিঃস্বতার কাছে যাই
সেখানে মহান শূন্যতারা আছে
বেদনারা নিরালম্ব গাছ

গাছ খুব ভালো মানুষ
বিনয়ে লাম্পট্য নেই

তাই, নিবিড় হতে থাকে
জড়িয়ে থাকে শরীর অপার ঋজুতায়
জোছনাও জড়িয়ে যায় কখনো সখনো
পবিত্র প্রত্যয় মেখে নেয় ভোর

মেঘেদের কি পাঠগৃহ আছে
কিংবা, মৈথুন কাল?
মাছেদের বুক চিড়ে দেখা যেতে পারে
গহনতা নদীর,

শিকড় পুঁতে রেখেছি জলে ও জলসিজে
চিরদিন সেখানে টান, বোধের, গরিমার…!

দূরের ঝাউবন কবিতার মুসাফির

$ 1.41
25% Off

ছবি ও চেনাগন্ধের মেটাফর

$ 1.41
40% Off

অনুদিত রোদের রেহেল

Highlights:

লেখক পরিচিতি :

মোহাম্মদ হোসাইন। জন্ম: ৩১শে অক্টোবর। বিএসসি ও এমএসসি’র শিক্ষা সমাপন শেষে এখন শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট ১১টি। ‘ভালোবাসা নির্বাসনে গেছে’ ‘মেঘগুলো পাখিগুলো’ ‘অরণ্যে যাবে অস্তিত্বে পাপ’ উল্লেখযোগ্য বইয়ের শিরোনাম।

অনুদিত রোদের রেহেল

$ 1.06
Scroll To Top
Close
Close
Shop
Sidebar
Sale
0 Cart
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping