Description
কবিতা মিথ্যে বলে না, মিথ্যে দিয়ে কবিতা রচিতও হয় না, কোনো প্রাপ্তির লোভ কবিকে তাড়িত করলে আর তা কবিতা থাকে না কারণ প্রতিটি কবিতায় একটি প্রতীতি আছে। কবিতা সামাজিক ক্রিয়ারই কলা যাতে বিবৃত হয় সমাজবদ্ধ মানুষের জীবনযাপন প্রনালীর যৌগ। তাই কবিতা মিথ্যে বলে না, কারণ কবিতা একক কোনো রচনা নয়, সে সর্বদা যৌথ নির্মাণ।
There are no reviews yet.