Description
নিজের গল্প লইয়া ভূমিকা লিখিবার মতন বিড়ম্বনা আর নাই। মন কহে ঢোলের দখল পাইয়াছÑ বাজাইতে কার্পণ্য করিও না। আবার মগজ কহে সংযত হও, দখল পাইয়াছ বলিয়া অর্বাচীনতার অধিকার লাভ কর নাই। ২০০৯ সালে প্রথম আলো ব্লগে ছয়টি অণুগল্প লিখিয়াছিলাম। তাহার পরে অণুগল্পের সহিত দীর্ঘ বিরতি। অণুগল্পের কথা বিস্মৃত হইয়াছিলাম। ২০১৪ সালে অনলাইনে অণুগল্পগ্রস্ত মানুষ বিলাল হোসেন আবার অণুগল্প লিখিতে অনুরোধ করিলেন। চক্ষুলজ্জার কারণে অনুরোধ রাখিতে যাইয়া অণুগল্পের মরণজালে ফাঁসিয়া গেলাম। বিলাল হোসেনের অনুরোধ প্রায় নিত্যদিনের নির্যাতনে পরিণত হইলো। এই গ্রন্থের অণুগল্পসমূহ সেই প্রাত্যহিক নির্যাতনের ফসল।
There are no reviews yet.