Description
আলী ইব্রাহিম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দক্ষিণ হাসিলকান্দি গ্রামে ১৯৮২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকে লেখালেখি শুরু। ২০০৪ সালে প্রথম আলোর সাঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পদার্পণ। ২০০৮ সালে গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক ‘মাধুকর’ পত্রিকায় বার্তা সম্পাদক পদে যোগদান এবং ওই বছরেই অব্যাহতি নিয়ে সাঘাটায় প্রথম কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘রুটস্ আইসিটি’ প্রতিষ্ঠা। ২০১৭ সালে বগুড়ার দৈনিক করতোয়া পত্রিকায় সহসম্পাদক হিসেবে আবার সাংবাদিকতা শুরু। বর্তমানে এই পত্রিকায় জ্যেষ্ঠ সহসম্পাদক পদে কর্মরত।
ছায়ানীড় নাট্য সংস্থা পুনর্গঠনের উদ্যোক্তা। প্রগতি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সম্পাদিত সাহিত্য পত্রিকা : প্রগতি, বর্ণমিছিল, আলোর মিছিল, বিক্ষুব্ধবর্ণ, তিস্তামুখ, প্রিয়জন। সম্পাদিত কবিতাপত্র : জলপাই। সম্পাদিত গ্রন্থ : বৈশাখের পদাবলি, অপেক্ষারত কাব্যের প্রতীক্ষা, এ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এমপি: গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রতিচিত্র।
সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উদয়ন সাহিত্য সম্মাননা স্মারক (২০২৩), দৈনিক করতোয়া স্মারক পুরস্কার (২০২১), রাইট৩ নাগরিক সাংবাদিকতা পুরস্কার (২০১১) অর্জন।
There are no reviews yet.