Description
ভূমিকা :
আহ্মেদ মেহেদি হাসান নীল তরুণ কবি, তারুণ্যের বিস্তর প্রবাহ কবিতার প্রাচুর্যময় কণারাশিকে আক্রান্ত করে; নীল সেখানে ‘নীলকণ্ঠ’। যে সমাজ-ভূমিকেন্দ্রে তার চলমানতা সেখানে পিচ্ছিল পা ফেলে চলছে সেÑ প্রেম-যৌনতা-শরীর-লাবণ্য তৃষ্ণাদ্দীপিত। এই গ্রন্থটি তার প্রথম, কিছু বিষয় আকণ্ঠ উদ্বেগাকুল ও বহ্নিময়, আগামীটা তার সেজন্য পরীক্ষার মুখোমুখি, জীবন যেমন পরাজিত নয়, কবিতার বাস যাদের তারাও তেমন পরাস্ত হয় নাÑ অপেক্ষা করে দেখা যেতে পারে এই কবিতাসমূহ তাকে কতোদূর নিয়ে যায়!
There are no reviews yet.