Description
ভূমিকা :
মুক্ত প্রান্তরে হাঁটতে হাঁটতে একটা দেয়ালের গায়ে হঠাৎ ধাক্কা খেয়ে রক্তাক্ত হোন কবি। দেয়ালের এপার থেকে উঁকি দিয়ে কবি দেখেন হাজার বছরের তরবারী তার ধারালো দাঁত দিয়ে পরস্পরকে হত্যা করছে। খুন হচ্ছে মানুষ। আর তরবারীগুলো তার ঈশ্বরের নামে, দেবতার নামে, পয়গম্বরের নামে উল্লাস করছে। তখনই কবির শরীর থেকে সবুজগুলো খসে পড়ে আর তার শরীর রক্তাক্ত হয়। তখন খুব রোষে বলে ওঠেন, নিকুচি করি তোর এই মিথ্যার দিনে পাড়ি!
There are no reviews yet.