Description
ভূমিকা :
আশাপূর্ণা দেবীর কবিতাকে জন্মঋণ ভেবে কবি প্রজ্ঞা মৌসুমী নিজেকে তাদেরই উত্তরসূরী ভেবে সেইসব নারীর সহজতা, ব্যক্তিত্বকে ধারণ করে চাইছেন নারীত্বকে প্রকাশ করতে। আর তাই কবির কবিতায় উঠে এসেছে সাংসারিক নারী থেকে বীরাঙ্গনা। তবে ভাবনাকে একমুখী করে সব কবিতা লিখেননি। কোথাও সংসারের গভীরে নিজেকে রুখে দেখেছেন চারপাশ, কোথাও ছুটে গিয়েছেন জীবনের ঘটনাচক্রে কিংবা চিরাচরিত সামাজিক রেখায়। বিষাদ, বিষণœতা, সুখ, প্রত্যাশা, অপেক্ষা, অপেক্ষা, অসহায়ত্ব, দ্রোহ কিংবা প্রেমÑ জীবনের এইসব আটপৌরে অনুভূতিগুলোকে কবি তার এই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থে প্রকাশ করেছেন।
There are no reviews yet.