Description
শ্রাবণী প্রামানিক ১৯৮৩ সালের ২০ সেপ্টেম্বর এই পৃথিবীর মুখ দেখেছেন।
তিনি লেখার জন্য পাঠ করেন প্রকৃতি ও মানুষ। তার এই ‘প্রাণপাঠ’ এর শুরুটা হয়েছিলো দেখতে শেখার পরেই। সরকারি কর্মকর্তা পিতার চাকরির সূত্রে প্রতি বছর স্থানান্তরিত হয়েছেন, এক জেলা থেকে অন্য জেলা। সেখানে খুঁজেছেন বৈচিত্র্য ও সাদৃশ্য। তথাকথিত পড়ালেখাতেও রয়েছে তার ছাপ। এগারোটি বিদ্যালয় পাড়ি দিয়ে শেষ করতে হয়েছে মাধ্যমিক। উচ্চমাধ্যমিক শেষ করেন নিজ জেলা শহর পাবনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শুরু করেন অধ্যায়ন। সেখানে উচ্চশিক্ষা শেষ করেন২০০৯ সালে। বর্তমানে প্রথাগত আয়ুর্বেদ কলেজে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান পড়ছেন ও এই বিষয়ে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সচেতনতামূলক কাজ করছেন।
কবি ও কথাসাহিত্যিক শ্রাবণী প্রামানিকের লেখক জীবনের তথাকথিত আবির্ভাব হয় ছোটকাগজ ‘স্নান’এ লেখার মাধ্যমে ২০১২ সালে। এরপর ‘প্রতিভা’, ‘ঘাম’, লেখমালা, ‘শালুক’,’বুনন’, ‘মগ্নপাঠ’, ‘ব্যাটিংজোন’,’ঘাসফুল’ সহ আরো কয়েকটি ছোটকাগজে কবিতা, গল্প ও মঞ্চনাটক প্রকাশের ধারা অব্যহত রয়েছে।
লিখেছেন দৈনিক পত্রিকার সাহিত্যপাতায়। ‘দৈনিক সংবাদ’, ‘সংবাদ সাময়িকী’, ‘ মানবকণ্ঠ’, ‘ ‘ ভোরের কাগজ’, ‘বাংলাদেশের খবর’ ‘ আমাদের সময়’, ‘ জনকণ্ঠ’ ইত্যাদিতে লিখেছেন কবিতা ও গল্প।
২০২০ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘ জলজীবন’।
২০২১ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘ আপনমানুষ’।
There are no reviews yet.