Description
ভূমিকা :
গোলাপ পবিত্রতা, স্নিগ্ধতা এবং প্রেমের প্রতীক। মোগল সম্রাটদের মিনিয়েচার বা তৈলচিত্রে হাতে গোলাপ দেখা যায়। গোলাপ বা পুষ্প নিয়ে, বাগান নিয়ে রচিত প্রায় সবই বিখ্যাত। গুলিস্তাঁ (শেখ সাদী) থেকে ‘কেয়ার কাঁটা’ (বেগম সুফিয়া কামাল) তার উদাহরণ। আবদুশ শাকুর মৃত্যুর পূর্বে ‘গোলাপ বিষয়ক বই’ লিখে বিখ্যাত হন। নাট্যকার মমতাজ উদ্দীন আহমেদের সাংস্কৃতিক সংগঠনের নাম ছিলো ‘ফুলের নামে নাম’। স্থানের নামের আগে, মাজারের নামে বা প্রতিষ্ঠানের নামে গোলাপ পাওয়া যায়। কবি সেই গোলাপকে অত্র গ্রন্থে দেখেছেন অবাধ্য রূপে।
There are no reviews yet.