Description
গোলাম কিবরিয়া পিনু, মূলত কবি। প্রবন্ধ, ছড়া ও অন্যান্য লেখাও লিখে থাকেন। গবেষণামূলক কাজেও যুক্ত। জন্ম ১৬ চৈত্র ১৩৬২ : ৩০ মার্চ ১৯৫৬ গাইবান্ধায়। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.।
লিখছেন তিন দশকের অধিককাল। এর মধ্যে ২৯টি গ্রন্থ বের হয়েছে। কবিতার বই ছাড়াও তাঁর ছড়ার ক’টি বই আছে। আছে বাংলা সাহিত্যের নারীলেখকদের নিয়ে গবেষণা গ্রন্থ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়ে প্রবন্ধের বইও রয়েছে।
শিশু-কিশোর সংগঠন খেলাঘর-সহ ছাত্র ও বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধেও তাঁর রয়েছে ভূমিকা। বর্তমানে বাংলা একাডেমির জীবনসদস্য ও এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ-এর সদস্য। এখনো ক’টি সংগঠনের সাথে যুক্ত আছেন। জাতীয় কবিতা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ ও দেশের বাইরের বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। পেশাগত প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনেÑভারত, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, বলিভিয়া, ন্যাদারল্যান্ডসসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন ।
পেশাগতভাবে বিভিন্ন সময়ে সাংবাদিকতা, কলামলেখা, সম্পাদনা ও এডভোকেসি বিষয়ক কর্মকা-ে যুক্ত থেকেছেন। দীর্ঘদিন একটি সংস্থার সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করার পর, আর একটি আন্তর্জাতিক মিডিয়া বিষয়ক সংস্থায় কর্মরত ছিলেন গত ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত ।
There are no reviews yet.