Description
ভূমিকা :
কবি বসলেন ঈশ্বরের মুখোমুখি। সৃষ্টির শক্তি কবিকে নিরাশার বাইরে টেনে নিয়ে যুক্ত করে এক অবিচল প্রতাপের ঐশ্বর্যে। ‘হৃদয় ও রাজপথ’ কাব্য সম্ভারে দ্রোহ ও প্রেম ক্রিয়াশীল কবির হৃদয় ও রাজপথে। কবির প্রেমে রয়েছে আশ্চর্য গীতল সুর আর দ্রোহে দুরন্ত উচ্চাভিলাষ। যেখানে কবি ও ঈশ্বর চলেছেন সমান্তরাল।
There are no reviews yet.