Description
কবি মোহাম্মদ হোসাইন। দীর্ঘ বিয়াল্লিশ বছর যাবৎ একনিষ্ঠভাবে তিনি কাব্যচর্চা করে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর ২০টি কাব্যগ্রন্থ এবং একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক নানা মাধ্যমে কবি মোহাম্মদ হোসাইন নিরন্তর লিখে যাচ্ছেন। তাঁর কবিতার মূল প্রতিপাদ্য প্রেম, প্রকৃতি ও মানবতা। তিনি নির্জনতাকে ভালোবাসেন। ভালোবাসেন নৈঃশব্দ্যের এস্রাজ! একাকীত্ব, শূন্যতা, অন্ধকার, কিংবা মহৎ হাহাকার তাঁর লেখায় ফিরে ফিরে আসে। তিনি সবর্দা গভীর বোধে আচ্ছন্ন থাকেন। পারিপার্শ্বিক দুঃখ, বেদনা, নাগরিক জটিলতাগুলো কবিকে আক্রান্ত করে। বরাবর তিনি অনুচ্চ কণ্ঠ, কিন্তু, তিনি তীব্র ও গভীর ব্যঞ্জনা তৈরি করতে ভালোবাসেন তাঁর কবিতায়, শব্দচয়নে। আপাত সরল তাঁর শব্দপুঞ্জ, অথচ, গভীর মনীষা তাঁর লেখার মনোবীক্ষণ। দারুণ আবহ সৃষ্টি করে তাঁর কবিতা, সৃষ্টি করে ঘোরলাগা চন্দ্রের কুহক! কবিতা যার একমাত্র অবলম্বন, ধ্যান এবং জ্ঞান যার শব্দের সারস, তাঁকে কাল বা যুগ কীভাবে মূল্যায়িত করবে সে ভার কালের কিংবা সময়ের। কবি মোহাম্মদ হোসাইন স্বপ্ন দেখেন মানুষের সমতার, বৈষম্যহীন সমাজের এবং মানবমুক্তির। তাঁর জন্ম ০১, অক্টোবর ১৯৬৫ খ্রিস্টাব্দ, সুনামগঞ্জ জেলা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে বিএসসি সম্মান (রসায়ন) এবং ১৯৮৯ সালে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিন কন্যা সন্তানের জনক কবি মোহাম্মদ হোসাইন।
কবির অন্যান্য প্রকাশিত গ্রন্থসমূহ :
ভালোবাসা নির্বাসনে গেছে (১৯৯৫), মেঘগুলো পাখিগুলো (২০০১), অরণ্যে যাবো অস্তিত্বে পাপ (২০০৩), পালকে প্রসন্ন প্রগতির চাকা (২০০৪), ভেতরে উদগম ভেতরে বৃষ্টিপাত (২০০৬), মেঘের মগ্নতায় রেশমি অন্ধকার (২০০৯), বৃষ্টির গান মায়াবস্তবতা (২০১২), রূপপ্রকৃতির বিনম্্র চিঠি (২০১৩), নৈঃশব্দ্যের এস্রাজ (২০১৪), অন্তিম জাদুর ঘূর্ণন (২০১৫), বিভাজিত মানুষের মুখ (২০১৫), অনুদিত রোদের রেহেল (২০১৫), ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে (২০১৭), তুমুল বেজে ওঠে অন্ধকার (২০১৯), হায়ারোগিøফিক্স (২০২০), ছবি ও চেনাগন্ধের মেটাফর (২০২১), ঈশ্বরের ছায়াচিত্র (২০২১), দূরের ঝাউবন কবিতার মুসাফির (২০২২), জলের গ্রাফিতি (২০২৩), রক্তাক্ত পেরেকের গান (২০২৩)
There are no reviews yet.