Description
নগর–
কীভাবে অনুবাদ করবে তোমায় পাহাড় থেকে ফেরা মানুষ
একটা জীবন্ত নগরের সিমেট্রিতে
প্রবেশ করলে
দেখা যায় প্রতিটি কবর আছে যত্নের ছোঁয়ায়
সবুজ ঘাসের ছাঁট–ঝরে পড়া পাতাও
উড়ছে মায়াময়
মৃত নগরীর দৃশ্যপট ভিন্ন–
ওখানে বেশ যতেœ বিক্রি হয়
কঙ্কাল হাড়গোড়
জঙ্গল কমছে কিন্তু উলঙ্গ রাতে
দলবদ্ধ শেয়াল দেখছে সব
বিবসনা আঁধার নিয়ে গোর-প্রহরী
বিভ্রান্ত পথিক আজ
There are no reviews yet.