Description
ভূমিকা :
মানুষগুলো ঠিকই আছে, একতারা খুঁজে আনতে নেই হয়ে গিয়েছে মানুষের ভিতর বাস করা বাউল। যে কিনা পরার্থ সন্ধানে, প্রজ্ঞার সন্ধানে হাটে-মাঠে-ঘাটে ঘুরে ঘুরে অশ্বারোহীর পা; জ্বলে ওঠা স্ফুলিঙ্গে যে ধরে আছে ইতিহাসের পাতায় এক নামানুষের অগণিত দমিত দ্রোহ। এ কবির কবিতায় শব্দের ঝংকার সামাজিক অনাচারের বিরুদ্ধে বেজে উঠেছে ঝনঝন।
There are no reviews yet.